ঈদুল ফিতর ২০২৪ কত তারিখ
২০২৪ সালের রমজান শুরু হয়েছে ১২ মার্চ। সেই হিসেবে রমজান শেষে শাওয়ালের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০২৪ সালে ঈদুল ফিতর পালিত হবে ১০ অথবা ১১ এপ্রিল। রমজান ২৯ দিনের হলে ঈদুল ফিতর পালন করা হবে ১০ এপ্রিল। আর রমজান ৩০ দিনের হলে ঈদুল ফিতর পালন করা হবে ১১ এপ্রিল।
তবে পশ্চিমা ও আরবের দেশগুলোতে রমজান ২৯ দিনের হলে ঈদুল ফিতর পালন করা হবে ৯ এপ্রিল। অন্যদিকে রমজান ৩০ দিনের হলে ঈদুল ফিতর পালন করা হবে ১০ এপ্রিল।
আরবের বিভিন্ন দেশের জরিপ, অনুমাণে ধারণা করা হচ্ছে- এবার ২৯ রমজান পালন হতে পারে। সেক্ষেত্রে ঈদ হতে পারে ৯ এপ্রিল। বাংলাদেশে ১০ এপ্রিল।
রমজান, ঈদ, হজ, শবে বরাত, শবে কদর, শবে মেরাজ, আশুরার দিনগুলো মূলত চাঁদ দেখার ওপর নির্ভর করে। ইসলামি ক্যালেন্ডারের প্রত্যেক মাস শুরুর তারিখ চাঁদ দেখা সাপেক্ষে নির্ধারিত হয়। এখানে ক্যালেন্ডারে উল্লেখিত সরকারি ছুটির সম্ভাব্য তারিখের ভিত্তিতে ২০২৪ সালের ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ তুলে ধরা হয়েছে।