চোখের পাতা কাঁপে কেন? বাম চোখ কাঁপলে কি হয়?
আমাদের অনেক সময় চোখের পাতা কাঁপতে দেখা যায়। অনেক সময় বাম চোখের পাতা লাফাতে থাকে আবার কখনো ডান চোখের পাতাও লাফাচ্ছে বলে অনুভূত হয়। এতে আমরা দুশ্চিন্তায় পড়ে যাই। অনেকেই ধারণা করেন, বাম চোখের পাতা কাঁপছে এই বুঝি কোনো অমঙ্গল এসে হাজির! আবার কেউবা মনে করেন ডান চোখ কাঁপছে এই বুঝি আসছে কোনো সুখবর।
এভাবেই আমাদের মনে বিভিন্ন চিন্তা লালন করে আসছি। বিশেষ করে আগেরকার দিনের লোকেরা এসব বিষয়ের উপর খুব বেশি বিশ্বাসী হয়ে থাকে। তাই আসুন জেনে নেই চোখের পাতা লাফানোর কারণ- মূলত চোখের পাতা লাফানো একধরনের অসুখ। ডাক্তারী ভাষায় একে বলে ‘মায়োকিমিয়া’ (Myokymia)। পেশীর সংকোচনের কারণেই চোখের পাতা লাফায়। দুই-একবার হঠাত্ চোখের পাতা লাফালে চিন্তার কিছু নেই। কিন্তু সেটা যদি মাত্রাতিরিক্ত হয় এবং তাহলে অবশ্যই চিকিত্সকের পরামর্শ নেয়া উচিত।
বিভিন্ন কারণে এ সমস্যা হতে পারে।
- বেশি কফি গ্রহণ
- উজ্জ্বল আলো
- মদ্যপান
- ক্লান্তি
- মানসিক চাপ
- চোখের ভেতরের অস্বস্তি
- ধূমপান
- শারীরিক পরিশ্রম
- বাতাস
আই স্পাজম সাধারণত এমনিতেই ঠিক হয়ে যায়। এই স্পাজম ব্যথাযুক্ত নয়, ক্ষতিকর নয়। তবে কিছুটা অস্বস্তিকর। বিশেষ করে বেশি হলে চোখ বন্ধ করতে ও খুলতে সমস্যা হয়।
তবে এটি যদি খুব বেশি হয়, তবে শরীরের বিভিন্ন সমস্যার লক্ষণ হতে পারে। অনেকের ক্ষেত্রে দিনে কয়েকবার সমস্যাটি হয়, সপ্তাহ বা মাসখানেক থাকে। এর মধ্যে মস্তিষ্কের সমস্যাও রয়েছে, যেমন : ফেসিয়াল পালসি, পারকিন সন ডিজিজ, মাল্টিপাল স্কেলিরোসিস ইত্যাদি। দীর্ঘমেয়াদি এই সমস্যা হলে চোখের ক্ষতিও হতে পারে। তাই যদি দীর্ঘমেয়াদি চোখ লাফানোর সমস্যা থাকে, তাহলে চিকিৎসকের পরামর্শ নিন।
কখন চিকিৎসকের কাছে যাবেন
- চোখ লাল বা ফোলা হলে; পানি বেরোতে থাকলে।
- পাতা বারবার পড়তে থাকলে।
- চোখ পুরোপুরি বন্ধ করার সময় বারবার চোখ লাফালে।
- চোখ লাফানোর সমস্যা যদি সপ্তাহখানেক থাকে।
- চোখ লাফানোর সমস্যা যদি মুখের ওপরও প্রভাব ফেলে।