ইসরায়েলের বিরুদ্ধে এক হলো হামাস-ইরান
ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে একসাথে কাজ করবে হামাস ও ইরান। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির এক বিবৃতিতে জানানো হয় এ কথা। শনিবার কাতারের দোহায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আব্দোল্লাহিয়ান এর সাথে সাক্ষাৎ করেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার প্রশংসা করেন আব্দোল্লাহিয়ান। গাজায় সংগঠনটির লক্ষ্য অর্জনে পাশে থাকার আশ্বাস দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সাম্প্রতিক হামাস-ইসরায়েল সংঘাত শুরুর পর এটাই তেহরানের কর্তৃপক্ষের সাথে হামাসের প্রথম আনুষ্ঠানিক বৈঠক। তবে আলোচনার বিস্তারিত জানানো হয়নি।