গাজীপুরে ট্রেনে কীভাবে আগুনের সূত্রপাত? যা জানা গেল
গাজীপুরের শ্রীপুরে সাতখামাইর রেলস্টেশন এলাকায় একটি ট্রেনের পাওয়ার কারে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে, এতে কেউ হতাহত হয়নি। স্থানীয়রা জানায়, মহুয়া কমিউটার ট্রেনটি সকাল সোয়া ৯ টায় ঢাকা থেকে নেত্রকোণার মোহনগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। বেলা সোয়া এগারটার দিকে গাজীপুরের শ্রীপুরের সাতখামাইর স্টেশন এলাকায় পৌঁছালে ট্রেনের পাওয়ার কারে আগুন দেখতে পায় স্থানীয়রা।
A fire broke out in the power car of a train at Satkhamair Railway Station area in Sreepur, Gazipur. However, no one was injured in the incident. Locals said that the Mahua commuter train left Dhaka for Mohanganj in Netrokona at 9:15 am. When it reached Satkhamair Station area in Sreepur, Gazipur at around 11:15 am, locals saw the train’s power car on fire.